সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জিমেইলে নিজের পছন্দের লগো

মেহেদী আকরাম | May 31, 2009, 9:38 PM

যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা চাইলে জিমেইলের জন্য নিজের ইচ্ছামত লগো ব্যবহার করতে পারবেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/2108 এ্যাডঅনটি ইনষ্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার লগোটির জন্য http://userstyles.org/styles/18376 সাইটে ঢুকুন এবং Load into the Stylish বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সে Install বাটনে ক্লিক করে সেভ করুন। এই স্টাইল ফায়ারফক্স ছাড়াও থান্ডারবার্ড, ফ্লোক, মজিলা সুইট, সি মানকি এবং সংবার্ডে ব্যবহার করা যাবে। এবার আপনি নিজের লগো যোগ করতে Tools মেনু থেকে Add-ons ক্লিক করুন এবং Stylish এর Options বাটনে ক্লিক করুন তাহলে Manage Style উইন্ডো আসবে অথবা স্ট্যাটাস বারের আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Manage Style এ ক্লিক করুন। এখানে দেখুন MehdiGmailLogo নামে একটি স্টাইল আছে। আপনি MehdiGmailLogo নির্বাচন করে উপরের Edit… বাটনে ক্লিক করলে এডিটর খুলবে সেখান থেকে আপনি লগোটির (125px × 51px) লিংক পরিবর্তন করে আপনার ইচ্ছামত লগোর লিংক দিন এবং সেভ করুন। এবার জিমেইলে গিয়ে দেখুন আপনার লগোটি দেখাচ্ছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন