নিজেই তৈরী করুন ইনস্টলার
ধরুন আপনি ছোট কোন সফটওয়্যার তৈরী করেছেন অথবা চাচ্ছেন এক গুচ্ছ ফন্ট ইনস্টল করার ইনস্টলার তৈরী করতে। এধরনের ইনস্টলার তৈরী করতে পারবেন ফ্রি, ওপেনসোর্স NSIS (Nullsoft Scriptable Install System) সফটওয়্যার দ্বারা। মাত্র ১.৫১ মেগাবাইটের এই সফটওয়্যাটি http://nsis.sourceforge.net বা http://nsis.sf.net থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Installer based on ZIP file এ ক্লিক করুন। এখন আপনি যদি ফন্ট ইনস্টল করতে চান তাহলে Open বাটনে ক্লিক করে ফন্টগুলোর ZIP ফাইল নির্বাচন করুন। এবার Installer Name, Interface, Default Folder (ফন্টের ক্ষেত্রে $WINDIR নির্বাচন করে ডানে \Fonts wjLyb), Output EXE file Compression নির্ধারণ করে Generate বাটনে ক্লিক করে ইনস্টলার তৈরী করুন। এছাড়াও স্ক্রিপ্ট দ্বারাও ইনস্টলার তৈরী করা যাবে।
ধন্যবাদ । আমি কিছুদিন এটি খুঁজছিলাম। প্রজন্মতে আপনাকে না পেয়ে এখানে এসেই এটা পেয়ে গেলাম। ধন্যবাদ।
খুবই প্রয়ওজনীয় জিনিস । ফন্টরে ইনস্টলার বানাব। ধন্যবাদ।