উইন্ডোজের হট কী দেখার সফটওয়্যার
উইন্ডোজের বিভিন্ন প্রোগ্রাম সহজে চালানোর জন্য বিভিন্ন হট কী ব্যবহৃত হয়। উইন্ডোজের নিজস্ব হট কী ছাড়াও ইনস্টল থাকা অনান্য সফটওয়্যারের হট কী থাকতে পারে। কিন্তু কোন্ কোন হট কী সক্রিয় আছে তা জানা যাবে একটিভ হট কী সফটওয়্যার দ্বারা। ৫১০ কিলোবাইটের (১.০৭ মেগাবাইট) ফিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি www.donationcoder.com থেকে ডাউলোড করে আনজিপ করে ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি চালু করে কী মডিফায়ার এবং কী গ্রুপ নির্বাচন করে Test Active Hotkeys বাটনে ক্লিক করলেই হট কী এর অবস্থা দেখাবে।