সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৮ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইমেইলের মাধ্যমে টুইটারে পোস্ট করা

মেহেদী আকরাম | April 30, 2009, 3:20 PM

সোস্যাল নেটওয়ার্কিং এবং মাইক্রো ব্লগিং সার্ভিস টুইটার (www.twitter.com) বেশ জনপ্রিয় এখন। অন্য ব্লগ বা সোস্যাল নেটওয়ার্কিং সাইট থেকে টুইটারে পোস্ট করার অনেক মাধ্যম আছে। তবে ইমেইল থেকে সরাসরি টুইটারে পোস্ট করা যায়। এজন্য [email protected] ঠিকানাই মেইল করলে প্রথমবার একটি এ্যাকটিভিশন মেইল আসবে এখানে ক্লিক করে টুইটারে লগইন করলে প্রেরিত মেইলের সাবজেক্টের ১১৩ ক্যারেক্টার টুইটারে প্রকাশিত হবে। এরপর থেকে উপরোক্ত মেইলে মেইল করলে কিছুক্ষণের ভিতরে টুইটারে তা পোস্ট হবে। মেইলের মূল লেখা এবং ছবি www.2pad.com এ প্রকাশিত হবে। বিস্তারিত www.2tweet.com ঠিকানায় জানতে পারবেন।

মন্তব্য করুন