সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এডোবি ফ্লাশ প্লেয়ারে চলবে এইচডি ভিডিও

admin | September 28, 2007, 11:03 AM

ম্যাক্রোমিডিয়াকে কিনে নিয়ে ফ্লাশের বেশ উন্নতি করেছে এডোবি। এডোবি ফ্লাশ প্লেয়ার সমপ্রতি আপগ্রেড করে নাম দেওয়া হয়েছে মুভিস্টার। এই ফ্লাশ প্লেয়ারে রয়েছে এইচ.২৬৪ ভিডিও ইনকোডার এবং অডিও ইনকোডার (হাই ইফিসিয়েন্সি এ্যডভান্স অডিও কোডিং) প্রযুক্তি ফলে ফ্লাশ ফাইল চলার পাশাপাশি এইচডি ডিভিডি এবং ব্লু-রে প্লেয়ার হিসাবেও কাজ করবে। এছাড়াও এডোবি প্রিমিয়ার প্রো এবং এডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার এতে সমর্থন করবে। বর্তমানে এই প্লেয়ারের বিটা ভার্সন অনলাইন (http://labs.adobe.com) থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এবং এ বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসবে।

মন্তব্য করুন