সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আমরা প্রিন্টার HP ব্যবহার করি প্রিন্টারটি অন্য কম্পিউটারের সাথে সংযোগ আছে । আমার পিসি থেকে প্রিন্ট দিলে যেই ডকুমেন্ট প্রিন্ট দেই সেইটায় হ্যাং করে এবং ফাইলটি সম্পূর্ণ ভাবে মুছে যায়। এবং e04 একটা ম্যাসেজ দেখায় আমি এখন কি করবো?

  2. এক্সেল ফাইলে থাকা ডাটা গুলো সেইভ করে ক্লোজ করার পর ,পিসি পুনরায় চালু করার সময় এক্সেলের সকল ডাটা Date ফরমেটে চেঞ্জ হয়ে যায়, আমি যদি আবার General ফরমেটে পরিবর্তন করে সেইভ করার পর ক্লোজ করে আবার ওপেন করলেও তা Date ফরমেটে চেঞ্জ হয়ে যাচ্ছে। এ থেকে মুক্তির উপয় পাচ্ছিনা। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা আমার চেয়ে বিজ্ঞ।

Leave a Reply to Mijanur RahamanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস