নেইতো হেথা সাম্প্রদায়িকতা, হনাহানির লেশ এ যে আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ। যেথাই আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান, গলাগলি ধরে একই সাথে যারা গাই বাংলার গান।
রাজনীতিবিদরা খড়গ হাতে, কাটছে মানুষ দিনে রাতে, তবুও মোরা ক্ষমতাটা, দিচ্ছি তুলে তাদেরই হাতে। নষ্ট, পচা, বাসি যারা, রাজনীতিতে আসছে তারা, দ্বীপ্তি পূর্ণ এ সমাজটা, তাদের জন্য হচ্ছে জরা।