চালু হলো বিনোদন নির্ভর বাংলা ফোরাম রংমহল

বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বাংলা ওয়েব সাইটের সংখ্যা। এর মাঝে বাংলা ব্লগের সংখ্যা বৃদ্ধি পেলেও বাংলা ফোরাম হাতে গোনা কয়েকটা। এরই মাঝে বিনোদন নির্ভর সম্পূর্ণ ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম রংমহল (www.rongmohol.com) চালু হলো। এই ফোরামে ইংরেজীর পাশাপাশি বিজয়, ইউনিজয়, প্রভাত, অভ্র এবং ফোনেটিকে বাংলা লেখা যাবে। এছাড়াও আরো কীবোর্ড কয়েকটি লেআউট যোগ করা হবে। এই ফোরামে সংগীত, ভিডিও, বিনোদন জগতের খবর, খেলাধুলা, গল্প, উপন্যাস, কবিতা/ছড়া, বই, কম্পিউটার বিষয়ক, মোবাইল বিজ্ঞান ও প্রযুক্তি, হাসির কারখানা, অদল-বদল/বিজ্ঞাপন, বিবিধ ইত্যাদি বিভাগ রয়েছে। এছাড়াও ফোরাম থেকে অনলাইন রেডিও (www.radiogoongoon.com) শোনা যাবে। ভবিষ্যতে সদস্যদের মতামতের ভিত্তিতে আরো বিভাগ সংযোজন বা বিয়োজন করা হবে। ফোরামের আরেকটি ডোমেইন (ঠিকানা) হচ্ছে www.rongmohol.info। উভয় যায়গাতে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারেন।

১ Comments on "চালু হলো বিনোদন নির্ভর বাংলা ফোরাম রংমহল"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস