সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মে, ২০২৩ ইং | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টাইপিং মাস্টার ব্যাবহার করে বাড়িয়ে নিন টাইপ স্পিড

মেহেদী আকরাম | December 19, 2022, 2:17 PM

অনেকেই কম্পিউটারে ইংরেজী টাইপ করার সময় কীবোর্ড দেখে টাইপ করেন ফলে ধীর টাইপ করা হয় এবং এই ধীর গতির কাজের জন্য অনেক সময় পিছনে পড়ে থাকতে হতে পারে। আপনার কচ্ছপগতি টাইপ স্পিডের জন্য কোন কিছু টাইপ করতে অনেক সময় ব্যয় হয় এবং ধীরগতির কারনে অনেক সময়ই অলসতায় পেয়ে বসে কম্পিউটার চালাতে হলে ভাল টাইপ স্পিডের অনেক সময়ই দরকার হয়।

Typing Master সফটওয়্যার দিয়ে বাড়িয়ে নিন আপনার টাইপ স্পিড। Typing Master একটি জনপ্র্রিয় সফটওয়্যার এবং এর মধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন কি ভাবে পিসির কীবোর্ড ব্যবহার করতে হয় ও হাতের আঙুল কী-বোর্ডের কোথায় রাখতে হয়। এটি দিয়ে আপনি খুব সহইজেই আপনার ইংরেজী টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। বাড়াতে পারবেন আপনার কচ্ছপগতির টাইপ স্পিড।

Typing Master এর ১২টি লেসন থেকে আপনি খুব সহজেই টাইপিং এর শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন। তাহলে আর দেরি করে ডাউনলোড করে নিন এবং বাড়িয়ে নিন আপনার হাতের টাইপিং স্পীড।

ডাউনলোড লিংক

মন্তব্য করুন