নিজের মত গুগল হোম পেইজ
আপনি আপনার পছন্দমত গুগলের হোম পেইজ তৈরী করে নিতে পারেন। এজন্য আপনাকে অবশ্যয় জিমেইলের একাউন্ট থাকতে হবে। নিজের মত হোম পেইজ তৈরী করতে বা ব্যবহার করতে www.google.com/ig থেকে আপনার জিমেইল Sign in করুন। এখানে জিমেইল, রইটারস, উইকিপিডিয়াসহ অনেক কিছুই দেখতে পাবেন। জিমেইলে আপনার ইনবক্সেরর নতুন মেইলগুলোর বিষয়সহ দেখা যাবে, উইকিপিডিয়াতে সর্বশেষ তথ্য দেখা যাবে, যা আপনি পরিবর্তন করতে পারবেন। এগুলো ড্রাগ করে স্ক্রিনের বিভিন্ন যায়গায় রাখতে পারেন। ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারেন। পারবেন নতুন নতুন বিষয় যুক্ত করতে। এজন্য উপরে বাম দিকের Add content » ক্লিক করে পছন্দের বিষয়গুলোর নিচে Add it now বাটনে ক্লিক করলে তা হোম পেইজে যুক্ত হবে। এভাবে আপনি বিভিন্ন বিষয় যুক্ত করতে পারবেন এবং পছন্দমত সাজাতে পারবেন। আইটেম যোগ করা হলে « Back to homepage ক্লিক করে হোমপেইজে ফিরে যান। এরপর যখন গুগল ব্যবহার করবেন তখন www.google.com/ig থেকে Sign in করে ব্যবহার করবেন কারণ তাতে নিজের পছন্দের হোম পেইজতো পাবেনই এবং আপনার সার্চ করা তথ্য পার্সোনালাইজে সেভ হয়ে থাকবে।
Thanks for your Tips. I have add your site in my favorites.