Site icon সমকাল দর্পণ

প্রোএক্সপিএন দ্বারা আইপি হাইড করে সাইট দেখা

অনেক সময় নিজের আইপি হাইড করে বা ব্লক করা ওয়েবসাইট দেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রক্সি সাইট ব্যবহার করে বা ভিপিএন সফটওয়্যার দ্বারা তা করা যায়। এমনই একটি ভিপিএন সফটওয়্যার হচ্ছে প্রোএক্সপিএন। সফটওয়্যারটির ফ্রি অ্যাকাউন্ট সর্বোচ্চ ৩০০ কেবিপিএস স্পিড সমর্থন করে।
সফটওয়্যারটি ব্যাবহারের জন্য www.proxpn.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।
এখন প্রোএক্সপিএন সফটওয়্যারটিতে ইউজার (ইমেইল) পাসওয়ার্ড দিয়ে Connect বাটনে ক্লিক করুন তাহলে ভিপিএন চালু হবে এবং নতুন আইপি পাবে যা সিস্টেম ট্রেতে দেখা যাবে।
proxpn

অ্যাকাউন্ট না থাকলে Create an account বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। আর এই ইউজার পাসওয়ার্ড সয়ংক্রিয়ভাবে সেভ হবে ফলে পরবর্তিতে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না।


তবে চাইলে তা পরিবর্তন করতে পারেন সিস্টেম ট্রেতে থাকা আইকনে ক্লিক করে।
ডিসকানেক্ট করতে চাইলে সিস্টেম ট্রেতে মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারবেন।

Exit mobile version