Site icon সমকাল দর্পণ

ওয়ার্ডপ্রেস ব্লগের লেখা প্রিন্ট মোডে দেখা

জনপ্রিয় ব্লগিং সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। যারা নিজস্ব হোস্টে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছেন তারা চাইলে ইচ্ছামত পরিবর্তন করতে পারেন। ব্যাবহারকারীরা অনেক সময় ব্লগের লেখা প্রিন্ট করতে চাই, তারা সাধারণত File > Print গিয়ে প্রিন্ট করে ফলে সাইটের মূল লেখা ছাড়াও হেডার, ফুডার, সাইডবার ইত্যাদি প্রিন্ট হয়। এ থেকে মুক্তি পেতে ব্লগে Print Mode যুক্ত করা যেতে পারে যাতে শুধুমাত্র মূল লেখাটি দেখাবে যা থেকে ব্যবহারকারীরা প্রিন্ট করতে পারে।
> এজন্য প্রথমে Pages > Add New গিয়ে একটি পেজ তৈরী করুন এবং পেজের সৱাগ read দিন (যেমন, www. shamokaldarpon.com/read)|
> এবার .htaccess এর ফাইলটি খুলে তাতে নিচের লাইনটি যোগ করুন।

RewriteRule ^read/([0-9]+)/?$ /read/?u=$1 [QSA,L]

> এরপরে http://db.tt/mQLlUNTu থেকে ডাউনলোড করা page-read.zip ফাইলটি আনজিপ করে page-read.php ফাইলটি থীমের ফোল্ডারে আপলোড করুন।
> এখন পোস্টের যে স্থানে লিংকটি রাখতে চান সেখাবে নিচের কোড দিন।

<a href="/read/<?php the_ID(); ?>/">Print Mode</a>

এবার Print Mode লিংকে ক্লিক করলে পোষ্টটি হেডার, ফুডার, সাইডবার ছাড়াই দেখাবে।

Exit mobile version