ওয়ার্ডপেস ব্লগে ব্যবহারকারীদের রেজিষ্ট্রেশনের ব্যবস্থা থাকে। রেজিষ্ট্রেশনের করার পরেই ব্যবহাকারীরা সাইটে লগইন করার সুযোগ পাই। কিন্তু অনেককেই রেজিষ্ট্রেশনের ঝামেলায় যেতে চাই না। এসব ব্যবহারকারীদের যদি রেজিষ্ট্রেশন না করেও সামাজিক সাইটের মাধ্যমে লগইন করার সুবিধা দেওয়া হয় তাহলে কেমন হয়!
এমন একটি প্লাগইন হচ্ছে জানরেইন ইনগেইজ। এখানে ধাপে ধাপে প্লাগইনটির সম্পূর্ণ ব্যবহার দেখবো।
ধাপ ১) প্রথমে www.janrain.com সাইটে গিয়ে GET IT NOW বাটনে ক্লিক করুন।
ধাপ ২) এবার FREE (Basic) অংশের SIGN UP বাটনে ক্লিক করুন।
ধাপ ৩) এখানে Sign up for Janrain Engage Basic পেজের Create Account ট্যাবে পছন্দের সাইট দ্বারা লগইন করুন।
ধাপ ৪) এবার Confirm Information ট্যাবে নাম, কোম্পানী লিখে Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৫) এরপরে Create Application ট্যাবে এ্যাপলিকেশনের নাম লিখে Create Application বাটনে ক্লিক করুন।
ধাপ ৬) এখন Get Started বাটনে ক্লিক করুন, তাহলে এ্যাপলিকেশনের হোম পেজে আসবে। এখানে বাম পাশে কিছু দরকারী লিংক এবং ডানে Application Domain, App ID এবং API Key (Secret) রয়েছে।
ধাপ ৭) লগইনে কোন কোন সামাজিক সাইট থাকবে তা সেট করতে Sign-In for Websites এ ক্লিক করে Choose Providers ট্যাবে ক্লিক করুন। এখানে ডান থেকে পছন্দের প্রোভাইডার যুক্ত করে সেভ করুন।
ধাপ ৮) এবার প্লাগইনটি http://wordpress.org/extend/plugins/rpx থেকে ডাউনলোড করুন এবং ব্লগ সাইটে ইনস্টল করে সক্রিয় করুন।
ধাপ ৯) প্লাগইনটি সক্রিয় করার পরে সেটিংসে API Key টেক্স বক্সে এ্যাপলিকেশনটির কপি-পেষ্ট করে সেভ করুন।
ব্যাস এবার লগইন পেজে দেখুন Or log in with অংশে সামাজিক সাইটগুলোর আইকন দেখা যাচ্ছে। উক্ত আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা সহজেই ব্লগ সাইটে লগইন করতে পারবে।
mehidi vai önekden dore upnar kono notun post pacci na.asa kori kub tara tari new post pavo.valo theko
হাতে সময় কম। ধীরে ধীরে শেষ করবো ইনশাল্লাহ।