সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ওয়ার্ড/এক্সেলের হারানো পাসওয়ার্ড উদ্ধার

মেহেদী আকরাম | October 2, 2010, 12:14 AM

সাধারণত নিরাপত্তার জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওয়ার্ড, এক্সেল ইত্যাদি গুরুত্বপূর্ণ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়। কিন্তু কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ফাইলটি খোলা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে বিপাকে পরতে হয়। তবে ‘এ্যাডভান্সড অফিস পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার’ (ট্রাইল সংস্করণ) থাকলে ৪ ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড উদ্ধার করা যায়। ৪ ডিজিটের বেশী পাসওয়ার্ড উদ্ধার করতে সফটওয়্যারটি কিনতে হবে। সফটওয়্যারটি www.elcomsoft.com/aopr.html থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি দ্বারা মাইক্রোসফট অফিসের অন্তরগত ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসেস, আউটলুক, ওয়াননোট, মানি, ভিজিও, পাবলিশার ইত্যাদির পাসওয়ার্ড উদ্ধার করা যায়।

মন্তব্য করুন