প্রাকৃতিক সপ্তাশ্চর্যে আমাদের সুন্দরবন!
সপ্তাশ্চর্য সম্পের্কে আমরা কমবেশী সকলেই জানি। কিন্তু প্রাকৃতিক সপ্তাশ্চর্য সম্পর্কে আমাদের জানা শোনা তুলনামূলকভাবে কম। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের তিনটি বিষয় নোমিনেশন পেয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দরবন, কক্সবাজার এবং গঙ্গা/পদ্মা নদী। এশিয়ার মধ্যে আমাদের সুন্দরবনের এবং কক্সবাজারের অবস্থান ভোটে উল্লেখ করার মত। আপনি সহজে ইন্টারনেটের মাধ্যমে ভোট দিতে পারেন। এজন্য আপনার প্রয়োজন হবে ইমেইল এড্রেস। একটি ইমেইল থেকে একবারই ভোট দেয়া যাবে। তবে আপনি ইচ্ছা করলে একাধিক ইমেইল থেকে ভোট দিতে পারবেন। আপনাকে www.new7wonders.com থেকে মোট ৭টি নমিনিকে (স্থানকে) নির্বাচন করে সাবমিট করলে আপনার ইমেইলে লিংক যাবে যেখানে ক্লিক করলে আপনার ভোট প্রদান করা হবে। আসুন আমরা সুন্দরবন এবং কক্সবাজারকে জিতিয়ে আনি। ২০০৮ সাল জুড়ে এই ভোট প্রদান করা যাবে। ৭৭ বিষয়ের মধ্য থেকে ভোটে নির্ধারণ হবে সেরা ২১। তার পরে সেরা ৭ অর্থাৎ সপ্তাশ্চর্য। আপনার একটি ভোটই আমাদের দেশের সম্মান বহুগুনে বৃদ্ধি পেতে পারে। আসুন আমরা নতুন নতুন ইমেইল এড্রেস তৈরী করি এবং ভোট দিয়ে সপ্তাশ্চর্যে বাংলাদেশের নাম লেখায়। ভোট দিন