সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ১৭ই মার্চ, ২০২৩ ইং | ৩রা চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

২০০৭ সালের প্রাকৃতিক বিপর্যয়ের তালিকার প্রথমে সিডর

admin | December 29, 2007, 1:46 AM

৫০টি বিষয়ে বিশ্বের সেরা/প্রথম ১০ নির্বাচন করেছে। এর মধ্যে প্রাকৃতিক দূর্যোগ বা বিপর্যয়ের যে দশটি ঘটনা এসেছে তার মধ্যে বাংলাদেশে সামপ্রতিক বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডর রয়েছে প্রথমে। টাইমের এই প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে (প্রতি বর্গ মাইলে বাস করে ২৬৩৯ জন) ১০০ মাইল বেগে বয়ে যাওয়া সামপ্রতিক (১৫ নভেম্বর) সাইক্লোনে ১০০০ জনের বেশী লোক মারা যায়। যা ছিলো ১৯৯১ সালের ঘূর্ণিঝড় থেকেও ভয়ঙ্কর এবং ভয়াবহ। প্রাকৃতিক দূর্যোগ বা বিপর্যয়ে টাইমের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিন আমেরিকার অনাবৃষ্টি, যথাক্রমে অনান্য দূর্যোগের মধ্যে রয়েছে (৩য়) ম্যাক্সিকোর বন্যা, (৪র্থ) যুক্তরাষ্ট্রে হারিকেন, (৫ম) ইন্দোনেশিয়ার কাদার আগ্নেয়গিরি, (৬ষ্ঠ) দক্ষিণ এশিয়ার বন্যা, (৭তম) দক্ষিণ কোরিয়ার বন্যা, (৮ম) পেরুর ভূমিকম্প, (৯ম) গ্রিসের দাবানল এবং(১০ম) চীনের বন্যা।

মন্তব্য করুন