ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেল পরিবর্তন করা

মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার খুললে পেজের টাইটেলের ডান পাশে এক্সপ্লোরারের টাইটেল Microsoft Internet Explorer দেখা যায়। আপনি চাইলে রেজিষ্ট্রি এডিটর থেকে এই টাইটেল পরিবর্তন করতে পারবেন। এজন্যে রেজিষ্ট্রি এডিটর (রানে গিয়ে regedit লিখে ওকে করে) খুলে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main এ যান। এবার নতুন একটি String Value (Edit > New > String Value) নিন এবং নাম দিন Window Title| এবার Window Title খুলে (দুইবার ক্লিক করে) Value Date অংশে আপনার পছন্দের নাম দিন এবং ওকে করুন। এবার ইন্টারনেট এক্সপ্লোরার খুলে দেখুন টাইটেল পরির্বতন হয়েছে।

One Comment on "ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেল পরিবর্তন করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস