জেনে নিন টুইটার ব্যবহারকারীরা কখন ঘুমায়
টুইটার হচ্ছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট। এতে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস আপডেট করে এবং তা বিভিন্ন সামাজিক সাইটে প্রকাশ করে থাকে। কিন্তু একটু মজা করে বের করা যায় এসব টুইটার ব্যবহারকারী কখন ঘুমায় এবং কোথায় থাকে।
এজন্য www.sleepingtime.org সাইটে গিয়ে টুইটার ব্যবহারকারীর ইউজার নেম লিখে When do they sleep? বাটনে ক্লিক করুন তাহলে উক্ত টুইটার ব্যবহাকারীর পূর্বে আপডেট করা স্ট্যটাসগুলোর সংখ্যা, আপডেটের সময় এবং অবস্থান বিশ্লেষণ করে ঘুমের আনুমানিক সময় প্রকাশ করবে। এতে টুইটার ব্যবহারকারীর পূর্ণ নাম, ছবি, অবস্থান, শহর ইত্যাদি টুইটার থেকে সংগ্রহ করে প্রকাশ করবে।