Site icon সমকাল দর্পণ

মোবাইলের তথ্য জেনে নিন আইএমইআই নম্বরের মাধ্যমে

প্রত্যেকটা মোবাইল ফোনের সতন্ত্র আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে।
আইএমইআই (IMEI) নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে।
তথ্য জানা: বিস্তারিত তথ্য জানার জন্য www.zalex.name থেকে Check IMEI সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত সিরিয়াল নম্বর বা IMEI নম্বর এর প্রথম ৯ ডিজিট IMEI অংশে লিখে সার্চ করুন তাহলে নিচে ব্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরী তার তথ্য আসবে।

Exit mobile version