Site icon সমকাল দর্পণ

ফ্লাশ ফাইলকে স্ক্রিনসেভার বানানো

ফ্লাশ ফাইল সম্পর্কে নতুন করে কিছ বলার নেই। অল্প যায়গাতে আকর্ষণীয় এ্যানিমেশনের জন্য ফ্লাশের বিকল্প নেই। নিজের বানানো বা ডাউনলোড করা ফ্লাশ ফাইলকে যদি স্ক্রিনসেভার বানানো যেত তাহলে কেমন হতো! ফ্লাশ (SWF) ফাইলকে সহজেই স্ক্রিনসেভার বানানো যায় ফ্লাশ ফোজ সফটওয়্যার দ্বারা। মাত্র ৪.৯৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি www.goldshell.com/flashforge/main.htm থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে সহজেই স্ক্রিনসেভারের ইনস্টেশন ফাইল বানাতে পারবেন।
আর যদি ভিডিও ফাইলকে স্ক্রিনসেভার বানাতে চান তাহলে আগে ভিডিও কে ফ্লাশে (SWF) এ রূপান্তর করতে হবে। ফ্রি ডিডিও টু ফ্লাশ কনভার্টার সফটওয়্যার দ্বারা ভিডিওকে সহজেই ফ্লাশে রূপান্তর করা যাবে। এই সফটওয়্যারটি www.dvdvideosoft.com থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

Exit mobile version