টুইটারে ফলোয়ারদের আলাদাভাবে দেখা

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে ফলোয়ারদের তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত আপনি যাদের ফলো করছেন কিন্তু তারা আপনাকে ফলো করছে না, দ্বিতীয়ত আপনাকে যারা ফলো করছে কিন্তু আপনি তাদের ফলো করছেন না এবং তৃতীয়ত আপনি যাদের ফলো করছেন এবং তারাও আপনাকে ফলো করছে। শত শত ফলোয়ারদের মধ্য থেকে এই তিন ভাবে ফলোয়ারদের আলাদা আলাদা ভাবে দেখতে পারেন ফ্রেন্ডঅরফলো ওয়েবসাইটের মাধ্যমে। এজন্য www.friendorfollow.com এ গিয়ে টুইটারের ইউজার নাম লিখে submit বাটনে ক্লিক করুন, তাহলে following ট্যাবে সেই সকল ইউজারদের নাম ছবিসহ দেখাবে যারা আপনাকে ফলো করছে না অথচ আপনি তাদেরকে ফলো করছেন। এভাবে fans ট্যাবে গেলে আপনাকে যারা ফলো করছে অথচ আপনি তাদের ফলো করছেন না এমন ফলোয়ারদের তালিকা দেখাবে। আর friends ট্যাব থেকে আপনি যাদের ফলো করছেন এবং তারাও আপনাকে ফলো করছে তাদের তালিকা দেখাবে। এসব তালিকা বিভিন্নভাবে সটিং করে দেখতে পারবেন এবং CSV হিসাবে এক্সপোর্ট করে রাখতে পারবেন। রেজিস্ট্রেশনের ঝামেলা না থাকায় যেকোন টুইটার ইউজারের এমন ফলোয়ার স্ট্যটাস দেখা যাবে।

১ Comments on "টুইটারে ফলোয়ারদের আলাদাভাবে দেখা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস