অনলাইন থেকে ফাইল আনকমপ্রেস করা

একসাথে একাধিক ফাইল বা ফোল্ডার মেইল করতে অথবা ওয়েবসাইটে আপলোড করতে বা যায়গা সংকুচিত করতে আমরা বিভিন্ন সংকুচিতকরণ (কমপ্রেস) সফটওয়্যার (যেমন, উইনজিপ, উইনরার, ৭জিপ ইত্যাদি) ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোডের সময় সেখানে বিভিন্ন ধরনের সংকুচিত ফাইল ডাউনলোড করি। কিন্তু এগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে (আনকমপ্রেস) বেশ বিপাকে পড়তে হয় যদি সংকুচিতকরণ কোন সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনষ্টল করা না থাকে। আবার অনেক সময় একটি সফটওয়্যার অন্য ফরম্যাটের ফাইল আনকমপ্রেস করতে পারে না। তবে আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকলে এ থেকে সহজে মুক্তি পাবেন। ওবজিপ (http://wobzip.filetap.com) ওয়েবসাইটে সহজে বিনাখরচে 7z, ZIP, GZIP, TAR, BZIP2, RAR, CAB, ARJ, Z, CPIO, RPM, DEB, LZH, SPLIT, CHM, ISO ইত্যাদি ফরম্যাটের ফাইল আনকমপ্রেস করতে পারেন। তবে পাসওয়ার্ড যুক্ত ফাইল আনকমপ্রেস করার ব্যবস্থা এখনো তৈরী হয়নি। আনকমপ্রেস করার পরে ফাইলগুলো উক্ত ওয়েবসাইটে দেখা যাবে পরে তা ডাউনলোড করে নিলেই হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস