Site icon সমকাল দর্পণ

ফায়ারফক্সের ব্যাকস্পেস নিস্ক্রিয় করা

ব্রাউজার ব্যাকস্পেস কী চাপলে পূর্বের পৃষ্ঠাতে ফিরে যায়। অনেক সময় এটা বেশ বিরক্তির কারণ হয়ে যায়। মজিলা ফায়ারফক্সে আপনি ব্যাকস্পেসের এই ব্যবহার বন্ধ করতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন এবং I’ll careful, promise! বাটনে ক্লিক করুন। এবার Filter এ browser.backspace_action লিখে এন্টার করুন। browser.backspace_action এর উপরে ডাবল ক্লিক করে ভ্যালু ০ এর পরিবর্তে ২ দিন তাহলে ব্যাকস্পেসে আর পূর্বের পেজ আসবে না।

Exit mobile version