পাসওয়ার্ড প্রোটেক্টেড উইন্ডোজে পাসওয়ার্ড না লিখেও অটো-লগইন বা ফেস লগইন দ্বারাও লগইন করা যায়। এমনই আরেকটি পদ্ধতি হচ্ছে ইউএসবি ডিভাইসের মাধ্যমে লগইন করা। এজন্য ইউএসবি ডিভাইস কম্পিউটারের সাথে যুক্ত করলেই সয়ংক্রিয়ভাবে নিধারিত ইউজারে লগইন হবে।
আপনার কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকতে পারে যার আলাদা পাসওয়ার্ডও থাকতে পারে। তবে আপনি চাইলে একটি নির্দিষ্ট ব্যবহারকারী সয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকতে পারবে। এজন্য রানে (StartRun) গিয়ে লিখুন CONTROL USERPASSWORDS2।