
একসময় রেডিও ছিলো সাধারণ মানুষের একমাত্র বিনোদনের মাধ্যম। টেলিভিশনের সহজলভে্যর কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় এই বিনোদনের মাধ্যমটি। এরপর আসতে থাকে বিভিন্ন মাধ্যম। চলার পথে গান শোনার জন্য জনপ্রিয়তা পায় এমপিথ্রির প্লেয়ার, যা হাতের মুঠোয় থাকা মোবাইলেও যুক্ত হয়।