সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৯ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সমস্যা ও সমাধান

মেহেদী আকরাম | July 9, 2008, 12:48 AM

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৮টি মন্তব্য

  1. ভাইয়া আমি গত কিছুদিন থেকে আমার samsung j2তে কিছুই ডাউনলোড দিতে পারছি না এর জন্য কি সমাধান পেতে পারি

  2. আমার বাসায় ৩২ ইঞ্চি LED টিভি। Card reader এর মাধ্যমে memory তে movie নিয়ে tv তে usb হিসাবে লাগাই, কিন্তু দেখি memory তে file আছে, sizeও ঠিক আছে কিন্তু time zero zero. মানে open হয় না। অনেক বার try করেছি। কিন্তু সব বারই একই হয়। সমাধান চাই ভাইয়া

  3. মেহেদী ভাই জরুরী ভিত্তিতে একটা সমাধান চাই, আমি আমার জী-মেইল এর স্পেস বাড়াতে চাই, আমার ১৫ জিবি স্পেস ফুলফিল হয়েছে এখন আমি চাই ১০০ জিবি নিতে । কিন্তু নিতে পারছি না। ডেবিড কার্ড এর সকল তথ্য দিলেও কাজ হচ্ছে না। একটু সহায্য করবেন প্লিজ……………..

  4. মেহেদী ভাই সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি অনেক দিন পর আপনার কাছে দুইটা
    সাহায্য চাইতে আসলাম। সেটা হচ্ছে আমার WordPress আছে কিন্তু মোবাইলে দেখতে গেলে কম্পিউটার ভারসনে দেখায়। আমি চাচ্ছি সাইটের একটা মোবাইল ভারসন তৈরি করতে। যাত মোবাইলে সুন্দর ভাবে দেখা যায়। আর আমার সাইটের রেজিষ্টার রেফার সিস্টেম করতে চাচ্ছি কিন্তু রেফার সিস্টাম করতে পারছি না। একটু বলবে কি ভাবে অটো রেফার লিংক তৈরি করা যাবে এবং সেটা দ্বারা রেজিষ্টার করতে পারবো । রেফার দ্বারা রেজিষ্টার করলে অটো ব্যালান্স একাউন্টে যোগ হবে। দয়া করে এই সমস্যা দুইটার সমাধান দিবেন। ধন্যবাদ।

  5. ভাই, আমি বাংলা পিডি এফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করতে এবং এডিট করতে চাই। কিভাবে সম্ভব?

  6. ভাইয়া,আমার হার্ডডিক্সেরর ড্রাইভে ফাইল জমা আছে কতগুলো জায়গা নিয়েছে সেটাও দেখা যায় কিন্তু ড্রাইভটি ফাকা এর কারন কি? জানালে উপকৃত হবো।

  7. উইন্ডোজ সেভেনে নেটওয়ার্কিং করে কিভাবে