সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মার্চ, ২০২৩ ইং | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সমস্যা ও সমাধান

মেহেদী আকরাম | July 9, 2008, 12:48 AM

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৮টি মন্তব্য

  1. অনেক ধন্যবাদ এমন ব্যবস্থা করার জন্য । আমাদের সমস্যার সমাধান পাবো এখানে ।

  2. আমরা প্রিন্টার HP ব্যবহার করি প্রিন্টারটি অন্য কম্পিউটারের সাথে সংযোগ আছে । আমার পিসি থেকে প্রিন্ট দিলে যেই ডকুমেন্ট প্রিন্ট দেই সেইটায় হ্যাং করে এবং ফাইলটি সম্পূর্ণ ভাবে মুছে যায়। এবং e04 একটা ম্যাসেজ দেখায় আমি এখন কি করবো?

  3. এক্সেল ফাইলে থাকা ডাটা গুলো সেইভ করে ক্লোজ করার পর ,পিসি পুনরায় চালু করার সময় এক্সেলের সকল ডাটা Date ফরমেটে চেঞ্জ হয়ে যায়, আমি যদি আবার General ফরমেটে পরিবর্তন করে সেইভ করার পর ক্লোজ করে আবার ওপেন করলেও তা Date ফরমেটে চেঞ্জ হয়ে যাচ্ছে। এ থেকে মুক্তির উপয় পাচ্ছিনা। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা আমার চেয়ে বিজ্ঞ।

মন্তব্য করুন