মাইক্রোসফট সম্প্রতি তাদের মেইল সার্ভিসকে আউটলুকে রূপান্তর করেছে ফলে হটমেইল, এমএসএন, লাইভ সবাই আউটলুকের অন্তভুক্ত সেবা হিসাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বিনামূল্যে @hotmail.com এবং @outlook.com ডোমইেনের অন্তরভুক্ত ইমেইল ঠিকানা দিচ্ছে।
উইন্ডোজ লাইভ মেইল (লাইভ, হটমেইল, উইন্ডোজ লাইভ, এমএসএন ইত্যাদি) তাদের গ্রাহকদের চলতি মূল ইমেইলের সাথে আরো অতিরিক্ত ৫টি ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা একই একাউন্টে একাধিক মেইল ব্যবহারের সুবিধা পাবে।
সাধারণত নিরাপত্তার জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওয়ার্ড, এক্সেল ইত্যাদি গুরুত্বপূর্ণ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়। কিন্তু কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ফাইলটি খোলা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে বিপাকে পরতে হয়। তবে ‘এ্যাডভান্সড অফিস পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার’...
যারা গুগল এ্যাপসের মেইল ব্যবহার করেন তাদের পুরাতন মেইল ঠিকানা থেকে মেইল আনার প্রয়োজন হয়। যেমন, আপনি হয়তো আপনার ডোমেইনের ওয়েব মেইল ব্যবহার করতেন এখন গুগল এ্যাপসের মেইল ব্যবহার করেন। তাহলে আগের ব্যবহৃত ওয়েব মেইলের মেইল ইমপোর্ট করা দরকার।...