সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আমার আমি

admin | October 2, 2006, 8:59 AM
আমি:এস. এম. মেহেদী আকরাম [রয়েল]
পিতা:এস. এম. আকরাম হোসেন
মাতা:মিসেস রহিমা আকরাম
জন্ম তারিখ:২২ অক্টোবর
লেখাপড়া:স্কুল- কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া।
 :কলেজ- কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, কুষ্টিয়া।
 :বিএসসি- প্রাইম ইউনিভার্সিটি (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), ঢাকা।
 :এমসিএস- ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া (কম্পিউটার বিজ্ঞান), ঢাকা।
স্থায়ী ঠিকানা:কুষ্টিয়া
বর্তমান ঠিকানা:ঢাকা
রক্তের গ্রুপ:এবি+ (AB+)
বৈবাহিক অবস্থা:বিবাহিত
ধর্ম:ইসলাম
খেলাধুলা:দাবা, টেবিল টেনিস ও ক্রিকেট খেলা দেখতে
লেখালেখি:কবিতা, গল্প ও কম্পিউটার বিষয়ে
যোগাযোগ:ই-মেইল-mehdi.akram[@]gmail.com
 :মোবাইল- +88-01973-245450
   
————————————————————————–
জীবনের লক্ষ্য:মানুষের মাঝে বেঁচে থাকা
ভাল লাগে:সুন্দর কিছু দেখলে
খারাপ লাগে:যখন কেউ কথা দেবার পরও কথা রাখেনা
আনান্দ পাই:উপহার দিতে
কষ্ট পাই:অবাঞ্চিত কথাতে
শ্রদ্ধা করি:বয়জোষ্ঠদের
ঘৃণা করি:মিথ্যাকে
পছন্দ করি:সাহায্য করতে
অপছন্দ করি:করুনা করা
পছন্দের বিষয়:লেখালেখি করা
অপছন্দের বিষয়:নিন্দা করা
সমস্যা:অতিরিক্ত আত্মবিশ্বাস
গর্ব করি:বাংলাদেশকে নিয়ে
অবসর কাটে:বই পড়ে, গান শুনে, কবিতা লিখে এবং কম্পিউটার নিয়ে
প্রিয় ব্যাক্তি:বাবা
প্রিয় ব্যাক্তিত্ব:মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)
প্রিয় সময়:রাতে যখন একা থাকি
চেষ্টা করছি:সত্ভাবে বেঁচে থাকতে

১১৪টি মন্তব্য

  1. Bahia,
    ” আসসালামু আলাইকুম’। I am a service holder. I have no any computer. It is so much difficult and expensive for me to collect all ”দাস্তাবেজ” form my Boss’s Computer and Cyber cafe. I have also no available time to take. So Automatically I want to get all ”দাস্তাবেজ” at my mail. How is it possible. Please Help me.

  2. প্রিয় মেহেদী ভাই
    আপনি একটা দেশের মূল্যবান সম্পদ। আপনার সাইট টি পাওয়ার পর আমি নিয়মিত ভিজিট করি এবং আনন্দ পাই। আমার একটা সমস্যা আছে তা হল আমি ভারতের আনন্দ বাজার পত্রিকা পড়তে পারছি না ফন্ট এর সমস্যার কারণে। সমাধন দিলে উপকৃত হব।

      1. অসংখ্য ধন্যবাদ, কাজ হয়েছে। কিন্তু Internet Explorer দিয়ে ব্রাউজ করলে কি করতে হবে জানাবেন কি?

          1. হ্যা ভাই কাজ হয়েছে। আবারও ধন্যবাদ। আর একটা সমস্যা তা হল কোন ফাইল বা ফোল্ডার Hidden করলে Tools>>>View থেকে show hidden file or folder select করার পর ও show করে না। সমাধান জানালে খুশি হব।

  3. অসংখ্য ধন্যবাদ, কাজ হয়েছে। কিন্তু internet explorer দিয়ে ব্রাউজ করলে কি করতে হবে, একটু জানাবেন কি?

  4. মেহেদী ভাই,
    আসসালামু আলাইকম । আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।
    ভাই, আমি কি আপনার সাথে দেখা করতে পারি ? Live CD তৈরি করা একবার শুধু দেখতাম।
    আপনার উত্তরের আশায় রইলাম ।

  5. Mehdi Bahi,
    I am Rommo from Dubai. Always I try to visit ur Site which is very helpful me,
    Can u give me any Bangla e-book on Hardware & Networking,

    Pls try to send it in my mail.

    Regards,

    Rommo.

  6. মেহেদী ভাই সালাম
    আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না।

  7. মেহেদি ভাই, আমি বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে চাকুরি করি। এখানে কম্পিউটারের কাজ শেখার মত কোন প্রতিষ্ঠান নাই। সেজন্য আমি আপনার সাইটকে বেছে নিয়েছি। আশা করছি আমাকে সহযোগীতা করবেন। মোবাইলে মন্তব্য লিখলাম, পড়তে পারবেন কি?

  8. মেহেদী ভাই,
    আপনার websiteএ সময় পেলেই ঘুরি,অনেক নাজানা বিষয় জেনেনি,আজ আপনার আমার আমি পড়ে আপনার কম্পিউটার বিষয়ে পরউপকারি মনটার সাথে মিলিয়ে দেখলাম,আসলেই আপনি একজন ভাল
    মনের মানুষ । ভাল মনের পরউপকারি মানুষ আমাদের সমাজে বড়ই বিরল ।
    আমাদের দেশের উচু স্তরের নেতা নেত্রিরা আপনার websiteএ নিয়মিত ঘুরে ঘুরে সৎ,
    পরউপকারি ও ভাল মনের মানুষ হবার ট্রেনিং নিতে পারেন । আমাদের দেশ একজন ভাল নেতার
    নেত্রিত্বে যদি থাকতো তাহলে দেশে বসবাস করে মানুষ উপকৃত হত শান্তি পেত,যেমন আপনার
    websiteএ ঘুরে উপকৃত হই শান্তি পাই । কামনা রইল,আপনি দির্ঘজীবি হন ।

  9. আমার ইলাস্ট্রেটর থেকে ওয়ার্ড এ টেমপ্লেট তৈরীর সফটওয়্যার দরকার, দয়া করে কেউ ফ্রি সফটওয়্যারের লিংক দিয়ে সাহায্য করুন।

  10. মেহেদী ভাই আপনার সাইটি খুব ভাল লাগল।এই সাইটি থেকে অনেকে উপকার পাবে। আমিও উপকার পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

  11. আপনার ' আমার আমি ' টা খুব ভালো লাগলো। আপনার স্বপ্ন পূরণ হোক। ভালো থাকুন।.
    —- বিকাশ ভট্টাচার্য্য , ভারত।.

  12. আপনার ' আমার আমি ' টা খুব ভালো লাগলো। আপনার স্বপ্ন পূরণ হোক। ভালো থাকুন।.
    —- বিকাশ ভট্টাচার্য্য , ভারত।.

মন্তব্য করুন