বর্তমানে ফোরাম বেশ জনপ্রিয় একটা মাধ্যম। অনলাইনে ভার্চুয়াল জগতে আড্ডাতে ফোরামের বিকল্প নেই। কিন্তু মোবাইলের উপযোগী ফোরাম নেই বললেই চলে। সম্পূর্ণ বিনামূল্যে নিজের ওয়াপ ফোরাম বা মোবাইল ফোরাম সাইট তৈরী করতে পারবেন http://3palz.com সাইটটি থেকে। সাইটটি কম্পিউটার থেকে রেজিষ্ট্রশেন এবং ম্যানেজ করতে পারবেন। এই সাইটে রয়েছে চ্যাট রুম, ফটো গ্যালারীসহ ফোরামের সকল সুবিধা। এছাড়াও ফ্লিকআর থেকে ছবি যুক্ত করা যাবে। এই সকল সুবিধা পেতে হলে 3palz.com থেকে পছন্দ মত নাম সিলেক্ট করে তৈরী করুন আপনার নিজের মোবাইল ফোরাম সাইট। সাইটটিতে রেজিষ্ট্রশেন করার পর আপনার সাইট লিংকটি দাড়াবে http://mehdi.3palz.com| অতএব চটজলদি তৈরী করে ফেলুন নিজের একটি মোবাইল ফোরাম।
দারুন জিনিষ। আমার কাজে আসবে। আমার ছোট ভাই (বন্ধুর মত), তার কোন পিসি নাই, সে মোবাইলে ব্রাউজ করে। সে আমাকে অনেক বলত মোবাইলের জন্য কিছু করার। ধন্যবাদ মেহেদী ভাই॥
এই সাইটটি মজিলাতে খুলছে না।
অপেরা দিয়ে কাজ হয়েছে।
মেহিদী ভাই, আপনার সাইট লিংক তো ভিজিট হয় না। ইউজার/পাসওয়ার্ড চাচ্ছে।