কাষ্টমাইজ করুন উইন্ডোজের কনটেক্স মেনুকে

অপারেটিং সিস্টেমের নিজস্ব কিছু মেনু থাকে। বিশেষ করে কোন ফাইল, ফোল্ডার বা ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে এই মেনু প্রদর্শিত হয় যা কনটেক্স মেনু নামে পরিচিত। আপনি চাইলে এই মেনুকে ইচ্ছামত সাজাতে পারবেন এমএমএম সফটওয়্যার দ্বারা। মাত্র ৮৫৭ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.hace.us-inc.com থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড শেষে ইনষ্টল করে রান করুন। এখন যে কোন ফাইল, ফোল্ডার বা ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে আগের কনটেক্স মেনুই আসবে কিন্তু বাম পাশে এমএমএম যুক্ত থাকবে। এবার উপরের বামের বাটনে ক্লিক করলে উক্ত কনটেক্স মেনুসহ এমএমএম এর উইন্ডো খুলবে। এবার মেনুর যে যে কনটেক্স আপনি লুকাতে চান তা ড্রাগ করে ডানের Hidden items এর উপরে এনে ছেড়ে দিন অবশেষে Apply বাটনে ক্লিক করুন। আর আপনি Rarely used এর ভিতরে কোন কনটেক্স ড্রাগ করলে Rare নামে একটি সাব মেনুতে উক্ত কনটেক্সগুলো দেখাবে।

One Comment on "কাষ্টমাইজ করুন উইন্ডোজের কনটেক্স মেনুকে"

Leave a Reply to Abdul QuddusCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস