Site icon সমকাল দর্পণ

বরণ (বাংলা কবিতা)

ফেলনা কভু অতীত যাতনা
রাখিও শোচনা হৃদয়ে ধরে,
প্রীতির পাশে রাখিও তারে
অতীব যতন করে।
অতীতের রঞ্জিত রেখা ফেলনা মুছে
আহ্লাদ হবে অসহায়,
দুঃখ বিনা সুখের কভু না
মূল্য দেওয়া যায়।
স্মৃতির আঘাতে নয়নাম্বু
না যদি হয় ক্ষয়,
সে স্মৃতি কেমনে
দেবে তোমা প্রণয়।
পিছে ফেলা শত কথা যখন
করিবে মনে,
হৃদয়ের দঃখ ব্যথা
বরিবে ক্ষণে ক্ষণে।
ব্যথার মাঝে হর্ষ কাটা
বিধবে যখন বুকে,
নয়ন জোড়া মুদবে তখন
গুমড়ে উঠা সুখে ॥

(০৮ বৈশাখ ১৪০৬/পিয়ার পুর)

Exit mobile version