Site icon সমকাল দর্পণ

ওপেন উইথ নিয়ন্ত্রণ করা

ছোট্ট একটি ইউটিলিটি সফটওয়্যারের সাহায়্যে ওপেন উইথ ডায়ালগ বক্সের প্রোগ্রামগুলো নিয়ন্ত্রন করা যায়। সফটওয়্যাটি চালু করলে সকল ধরনের এ্যাপলিকেশনের তালিকা দেখাবে। এখানে আপনি ইচ্ছা মত সক্রিয় (এফ৭) নিস্ক্রিয় (এফ৮) (ইনেবল/ডিজেবল) করতে পারবেন। ব্যাস এগুলোই আপনার ওপেন উইথ ডায়ালগ বক্সে দেখাবে। মাত্র ৩৬ কিলোবাইটের সফটওয়্যারটি www.nirsoft.net/utils/openwithview.zip থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন।

Exit mobile version