Site icon সমকাল দর্পণ

সুখ

স্বার্থ পরায়ণে বিত্ত ভুবনে খুঁজছো মিছে সুখ,
অর্থ কার্পণ্যে ভাবনা অকল্যাণে রয়েছে ধরার দুখ।
পরের তরে ত্যাগের পরে সর্ব সুখ মেলে,
মনের তীরে লও নাও ভীরে ভেদাভেদ সব ভুলে।
তবু কেন হায়! সুখের নেশায় ঘুরছো বিশ্বময়,
চলো মোরা যায় দু’হাত বাড়ায় দ্বিধা ভুলে যায়।
আঘাত পেয়ে ব্যাথিত হৃদয়ে রহিবেনা আর বসে,
দুঃখ সয়ে সহৃদয়ে যাইবে আঘাতকের পাশে।
উচ্চ পামরে প্রতূত অহঙ্কারে রয়েছে ধরার দুখ,
পরের তরে মনের তীরে রয়েছে সর্ব সুখ ॥

(২৩ মাঘ ১৪০৭/পিয়ার পুর)

Exit mobile version