রক্তচোষা

শ্রমিকরা শুধু শ্রম বিকায়
শুধু ন্যায্য মূল্যের আশায়।
কিন্তু কি পাচ্ছে তারা?
তারা রয়েছে শত কবিতায়,
তাতে তাদের কি আসে যায়?
না খেয়ে যদি মরে তারা।
কত অন্দোলন কত আলোচনা
তবুও ভাগ্য এতটুক বদলায়না
পায়না তারা প্রকৃত মজুরি।
মালিকেরা যেন রক্তচোষা
ভেঙ্গে দেয় সব শ্রমিকের আশা
মজুরি করছে চুরি।
দেখেনা ভেবে সামান্য বেতনে-
কত কষ্ট কত যাতনে-
সংসার তাদের চলে?
তবুও তাদের দেয়না বেতন
ওভার টাইম করে কর্তন
নিপুন কর্মছলে।
শ্রমিকরা পেয়েছে ১লা মে
ঘন্টা কমেনি তবুও শ্রমে
খেটে যায় অবিরত
ওদের শ্রমে কোটিপতি মনিবেরা
ওদের রক্তেই রেঙেছে তারা
রক্তচোষার মত।

ঢাকা : ০৬ জৈষ্ঠ ১৪১৫ / ২০ মে ২০০৮

One Comment on "রক্তচোষা"

Leave a Reply to pollux666Cancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস