Site icon সমকাল দর্পণ

মায়ার জীবন

দুনিয়ায় চলেছি কত দাম্ভিকতায়
হয়তো থাকবো পরে জলাবদ্ধতায়
নিরব নিস্তব্ধ কোন এক কবরে,
ক্ষণিকের জীবনে কত আয়োজন
সবই মিছে এই মায়ার জীবন
ভেবেছি কি হবে মোর হাশরে!

সন্তান সন্ততি সাথে ধন সম্পদ
আরাম-আয়েস আর বিপদ-আপদ
সবই পরীক্ষা, ক্ষনিকের তরী,
শয়তানের খপ্পরে যেন না পরি কভু
ভুলে যেন না যায় তোমাই প্রভু
ইমান নিয়ে যেন মরতে পারি।
— ০৩ জুন ২০২১ —

Exit mobile version