সমকাল দর্পণ

বায়ু থেকে বিশুদ্ধ পানি!

বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানি বিশুদ্ধ করার বিভিন্ন পদ্ধতির সাথে আমরা পরিচিত। বাজারে অনেক রকমের পানি বিশুদ্ধকরণ ফিল্টার রয়েছে। এমনই একটি ফিল্টার হচ্ছে একুয়াম্যাকার। তবে অন্যদের থেকে এর মূল পার্থক্য হচ্ছে এই ফিল্টারের কোন পানির প্রয়োজন হয় না। বায়ু থেকে পানি উৎপন্ন হয়। এতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে মাইক্রোকম্পিউটার, ফলে সহজে অপারেটিং করা যাবে এবং বোঝা যাবে এর সকল কার্যপ্রণালী। এএম১০ এয়ার ফিল্টারের সাহায্যে বাতাসের কনিকা, ময়লা, গন্ধ, বাতাসের বীজানু, ব্যাকটেরিয়া, ভিওসি (ভলটাইল অর্গানিক কেমিকেল) মুক্ত করে। ফলে তৈরী হওয়া পানি হবে সম্পূর্ণভাবে বিশুদ্ধ। যুক্তরাষ্ট্রে তৈরীকৃত পরিবেশ বান্ধব এই ফিল্টার সম্পর্কে আরো বিস্তারিত পাওয়া যাবে পণ্যের ওয়েবসাইট www.aquamaker.com থেকে।

Exit mobile version