জিমেইল একাউন্টে আর ইনভাইটেশন লাগবে না

জনপ্রিয় সার্চ ইঞ্জিনের ইমেইল সেবা অনেক দিন ধরে পাচ্ছে বিশ্ববাসী। কিন্তু সাধারণ ভাবে ইয়াহু! বা হটমেইলের মত জিমেইলের একাউন্ট পাওয়া যায় না। জিমেইলের জন্য অন্যের কাছ থেকে আমন্ত্রণ (ইনভাইটেশন) নিতে হয়। ফলে অনেকেই গুগলের এই মেইল সেবা পাচ্ছে না। এলক্ষ্যে গুগল এর আগে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফি্রকার কিছু অংশ ও ব্রাজিলে এবং গত বছরে জাপান, অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ও মিশরে জিমেইল একাউন্ট খোলার সুযোগ উম্মুক্ত করে দিয়েছে। তবে ৭ ফেব্রুয়ারী গুগল জানিয়েছে শিগ্রই সকলেই আমন্ত্রণ (ইনভাইটেশন) ছাড়ায় সাধারণ ভাবে জিমেইল রেজিষ্ট্রেরশন করতে পারবে। তবে জিমেইলর সেবা পরীক্ষা নিরীক্ষার জন্য ‘বিটা’ ট্যাগ আরো কিছু দিন থাকবে। গুগল কর্তৃপক্ষের মতে অধিক যায়গা (২.৮ গিগাবাইট) এবং নিরাপত্তা ছাড়াও গুগলের অনান্য সুবিধার জন্য গুগল ইমেইল সেবাদানে শির্ষস্থানে উঠে আসবে।

One Comment on "জিমেইল একাউন্টে আর ইনভাইটেশন লাগবে না"

Leave a Reply to sakibCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস