Site icon সমকাল দর্পণ

ধ্রুবতারা

মোদের আজো হয়নি দেখা হয়নি জানাশোনা,
শুধুই চলে কথা বলা, কথাই স্বপ্ন বোনা।
আমাই তুমি স্বপ্ন দিলে, দিলে নতুন নাম,
তোমার জীবনে ধ্রুবতারা হয়ে রইলাম।
চাইনা আমি হারিয়ে যেতে- কিংবা হারাতে,
যতই দুরে থাকি মোরা, রয়েছিতো একই সাথে।
আমাই জানি বন্ধু ভাবো তবে কেন এত ভয়?
“পাছে লোকে কিছু বলে” সেটা জানো নিশ্চয়।
যেখানে, যতদুরে, যেভাবেই থাকোনাকো তুমি,
তোমার বন্ধু হয়ে চিরদিনই রবো আমি।
অন্যায়, অনাচার কিছুই করিনি মোরা,
বন্ধু হয়ে রবো যতদিন থাকবে ধ্রুবতারা।।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

(২৪ বৈশাখ ১৪১৩/মিরপুর, ঢাকা)

Exit mobile version