Site icon সমকাল দর্পণ

ওয়ার্ডপ্রেসের পোষ্টের স্লাগের সীমা বৃদ্ধি করা

ওয়ার্ডপ্রেসে কোন পোষ্ট করলে পোষ্টের স্লাগ সয়ংক্রিয়ভাবে ২০০ অক্ষর পর্যন্ত নির্ধারণ হয়ে যায়, (পার্মালিংক যদি Post name করা থাকে তাহলে দেখাবে)। পোষ্টের স্লাগ ২০০ অক্ষর পর্যন্ত হবার কারণ wp-posts এর post_name এর Length/Values এর মান 200 আছে। বাংলাতে পোষ্ট করলে টাইটেল লিখলে তা ইউনিকোডে অনেক বড় হয়ে যায়। যেমন “কিডনির” বাংলা শব্দ হয়ে যায় “%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0” এত বড়। ফলে প্রথম ২০০ অক্ষর পর্যন্ত পোষ্টের স্লাগে থাকে।

কিন্তু আপনি যদি পোষ্টের স্লাগের সীমা বৃদ্ধি করতে চান তাহলে phpadmin থেকে wp-posts এর post_name এর মান সীমা বৃদ্ধি করে করতে পারেন।


১. wp-posts টেবিলে ক্লিক করে Structure এ ক্লিক করুন। এখানে দেখুন post_name এ varchar(200) আছে। এর ফলে পোষ্ট স্লাগে ২০০ অক্ষর পর্যন্ত দেখায়।

 


২. অক্ষর সীমা বাড়ানোর জন্য ডানের Change বাটনে ক্লিক করুন।

 


৩. এখন Length/Values এর মান ২০০ এর পরিবর্তে ২০০০ লিখে Save বাটনে ক্লিক করুন।

 


৪. এখন varchar(2000) দেখুন দেখাচ্ছে।

 


৫. এবার ২০০০ অক্ষর পর্যন্ত স্লাগ ব্যবহার করতে পারবেন।

Exit mobile version