Site icon সমকাল দর্পণ

‌ওয়ার্ডপ্রেসের জন্য বাংলা কিবোর্ড

‌ওয়ার্ডপ্রেসে বাংলা লেখার জন্য সম্প্রতি একটি প্লাগইন রিলিজ হয়েছে। “রয়েল বাংলা কিবোর্ড” নামের প্লাগইন দ্বারা অন্যেকোন সফট‌ওয়্যার বা টুলসের সাহায্যছাড়ায় ‌ওয়ার্ডপ্রেসে বাংলা লেখা যাবে।
এতে ইউনিজয় এবং অভ্র ফনেটিক কিবোর্ড লেআউট রয়েছে। এবং ডিফল্টভাবে ইউনিজয় কিবোর্ড সেট করা আছে। ব্যবহারকারীরা ইচ্ছামত কিবোর্ড পরিবর্তন করে ইংরেজী বা অভ্র ফনেটিক নির্বাচন করে লিখতে পারবে।
royal-bangla-keyboard
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কিবোর্ডের সাহায্যে ভিজিটররা (ফন্ট-এন্ড) যেমন বাংলা লিখে সার্চ, কমেন্ট করতে পারবে তেমনই ব্যবহারকারীরা (ব্যাক-এন্ড) ড্যাশবোর্ডে‌ও বাংলা লিখতে পারবে। এতে input[“text”], input[“search”] & textarea কে নির্দিষ্ট করে দেয়া আছে ফলে কোন কিছু সেটিংস পরিবতর্ন বা কোন কিছু নির্বাচন করতে হবে না।
প্লাগইনটির ঠিকানা https://wordpress.org/plugins/royal-bangla-keyboard

Exit mobile version