Site icon সমকাল দর্পণ

নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু হবে

আপনার কম্পিউটার যদি আপনার দেওয়া নির্দিষ্ট সময়ে সয়ংক্রিয়ভাবে চালু হতো তাহলে কেমন হতো! আপনি কম্পিউটারকে স্ট্যান্ডবাই বা হাইবারনেট করে রাখেন তাহলে ওয়াকঅনস্ট্যান্ডবাই সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে চালু করতে পারেন। ৪৩৬ কিলোবাইটের (জিপ হিসাবে ২০২ কিলোবাইট) বহনযোগ্য এই সফটওয়্যারটি www.dennisbabkin.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে, যা উইন্ডোজের সকল সংস্করণে চলবে। wakeuponstandby.jpg

এবার নির্দিষ্ট সময়ে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে চালু করতে WakeOnStandBy সফটওয়্যারটি চালু করুন এবং উপরে ১ নম্বরে কখন কম্পিউটার চালু হতে সেই তারিখ এবং সময় নির্ধারণ করে দিন। এরপরে আপনি চাইলে ৪ নম্বর পর্যন্ত অনান্য সুবিধাগুলো ব্যবহার করতে পারেন। সর্বশেষে ৫ নম্বরে Start বাটনে ক্লিক করুন এবং কম্পিউটার স্ট্যান্ডবাই বা হাইবারনেট করুন। এখন আপনার দেওয়া নির্দিষ্ট সময়ে কম্পিউটার আপনা আপনি থেকেই চালু হবে। এজন্য অবশ্যই বিদ্যুতের সংযোগসহ সবকিছু ঠিকমত থাকতে হবে।

Exit mobile version