সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভার্চুয়াল রাউটার প্লাস দ্বারা সহজেই ওয়াই-ফাই হটস্পট তৈরী করা

মেহেদী আকরাম | February 14, 2013, 3:15 PM

ওয়াই-ফাই ডিভাইস আছে এমন ল্যাপটপ বা ডেক্সটপকে ওয়াই-ফাই হটস্পট বানানো যায় খুব সহজেই। ফলে ল্যাপটপ বা ডেক্সটপের ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাই এর মাধ্যমে অন্যান্য ওয়াই-ফাই আছে এমন ডিভাইসে ব্যবহার করা যায়। যেমন: আপনি ল্যাপটপে ইন্টারনেট ব্যাবহার করছেন; এখন চাইলে ওয়াই-ফাই আছে এমন মোবাইলে, ডেক্সটপে, ট্যাবলেটে বা অনান্য ডিভাইসে সহজেই আপনার ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করতে পারেন। এর জন্য বিভিন্ন টুলস্‌ পাওয়া যায়। এর মধ্যে ভার্চুয়াল রাউটার প্লাস অন্যতম, এটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল।

সফটওয়্যারটি পোর্টেবল বিধায় ইনস্টল করার প্রয়োজন নেই। ১৫০ কিলোবাইটের এই সফটওয়্যারটি উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডোজ সার্ভার ২০১২ অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে।

১) প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন এবং চালু করুন।

২) এবার VirtualRouterPlus.exe চালু করে নেটওয়ার্কের নাম, পাসওয়ার্ড এবং কোন ল্যানের ইন্টারনেট শেয়ার হবে তা নির্ধারণ করে Start Virtual Router Plus বাটনে ক্লিক করুন।

ব্যাস এখন অন্য ওয়াই-ফাই ডিভাইস থেকে ওয়াই-ফাই সার্চ করে দেখুন আপনার দেওয়া নেটওয়ার্কের নাম দেখা যাচ্ছে, এখন কানেক্ট করতে পাসওয়ার্ড দিন এবং ইন্টারনেট ব্যবহার করুন।

১২টি মন্তব্য

  1. উইনডোজ সেভেনে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ওয়াইফাই স্পট শেয়ার দেয়া যায়।

  2. মেহেদী ভাই, এই সফটওয়্যারটি কি টেলিটক 3G তে কাজ করবে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু virtual router could not be start. supported hardware may not have been found. দয়া করে জানাবে কি করবো।

  3. থার্টপাটি সফটওয়্যার ছাড়া win8 এ ভার্চুয়াল রাউটার প্লাস কাজ করে না ,থার্টপাটি সফটওয়্যার কোথায় পাব?

  4. থার্টপাটি সফটওয়্যার ছাড়া VirtualRouterPlus কাজ করে না ,থার্টপাটি সফটওয়্যার কোথায় পাব?

  5. মেহেদী ভাই এই সফটওয়্যারটি কে ভাইরাস হসেবে সনাক্ত করে ইসেট এন্টী ভাইরাস,আমি কি করব????

Leave a Reply to imranorg Cancel reply