Site icon সমকাল দর্পণ

সিডি বা ডিভিডি রাইটের কিছু সফটওয়্যার

হার্ডডিক্সে থাকা পছন্দের তথ্য (ডেটা, গান, ভিডিও ইত্যাদি) নিরাপত্তার স্বার্থে বা মুছে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে, স্থানন্তরের জন্য বা অন্য কারণে সিডি বা ডিভিডিতে রাইট করতে হয়। আমরা সাধারণত সিডি বা ডিভিডি রাইট করি নিরো বার্ন সফটওয়্যারের সাহায্যে। নিরো বার্ন ছাড়াও উইন্ডোজ এক্সপি বা ভিসতাতে সরাসরি রাইট করার ব্যবস্থা আছে। এছাড়াও বেশ কিছু ফ্রিওয়্যার বার্নিং সফটওয়্যার রয়েছে যেগুলো গুণগত মানের দিক থেকে বেশ ভাল।
১) সিডি রাইটার এক্সপি (www.cdburnerxp.se/download)
২) ইনফ্রা রেকর্ডার (http://infrarecorder.sourceforge.net)
৩) ডিপ বার্নার (www.deepburner.com)
৪) আল্টিমেট সিডি/ডিভিডি বার্নার (www.mispbo.com/burner.htm)
৫) বার্ন এট ওয়ান্স (www.burnatonce.net)
৬) বার্ন এওয়্যার (www.glorylogic.com/overview-free.html)
৭) ইমেজ বার্ন (www.imgburn.com)

Exit mobile version