জিমেইল না খুলেই নতুন মেইলের খোঁজ

gmailrss.jpgনতুন মেইল এসেছে কিনা তা দেখার জন্য আমাদের সাধারণত ইমেইল লগইন করে দেখতে হয়। কিন্তু ইমইলে না খুলেই যদি ডেক্সটপ থেকে দেখা যেত কতগুলো মেইল এসেছে এবং এগুলোর বিষয় কি তাহলে বোধ হয় ভালই হতো। জিমেইল তাদের গ্রাহকদের এটোম ফেডের সাহায্যে মেইলের শিরোনাম দেখার সুযোগ করে দিচ্ছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের মেইল দেখতে পরবে। আপনি যদি শুধুমাত্র আনরিড (পড়া হয়নি এমন নতুন মেইল) দেখতে চান তাহলে যেকোন ফেড রিডারে https://mail.google.com/mail/feed/atom/unread যুক্ত করুন। তাহলে আনরিড মেইলগুলোর শিরোনাম দেখা যাবে এজন্য অবশ্য ইন্টারনেট সংযোগ এবং লগইন অবস্থায় রাখতে হবে, যা শুধু ব্যাক্তিগত কম্পিউটারের জন্য নিরাপদ। বিভিন্ন অপারেটিং সিস্টেমের জনপ্রিয় কিছু ফেড রিডার হচ্ছে উইন্ডোজ (www.newsgator.com, www.feeddemon.com, www.newzcrawler.com, www.cincomsmalltalk.com, www.sharpreader.net), ম্যাক এক্স (www.cincomsmalltalk.com, http://ranchero.com, www.fondantfancies.com) এবং লিনাক্স (www.cincomsmalltalk.com)। এছাড়াও বিভিন্ন উইডগেট এবং ওয়েব ব্রাউজারে বিল্টইন ফেড রিডার রয়েছে।

৩ Comments on "জিমেইল না খুলেই নতুন মেইলের খোঁজ"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস