Site icon সমকাল দর্পণ

গুগল ম্যাপকে পেন্টাগনের সতর্কবার্তা

ইন্টারনেটর সবেচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের মানচিত্র সেবা গুগল ম্যাপকে নিরাপত্তার জন্য হুমকি ভাবছে পেন্টাগন। গুগল ম্যাপের মাধ্যমে পেন্টাগন সামরিক স্থাপনাসূহের তথ্য প্রকাশ হলে তা ঝুকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এরই পেক্ষাপটে শুধুমাত্র এই ধরণের সামরিক স্থাপনাসূহের সকল মানচিত্র এবং ভিডিও প্রকাশ না করার জন্য নির্দেশ দিয়েছে। পেন্টাগনের ভাষ্যমতে ৩৬০ ডিগ্রি ভিউতে তোলা ছবিগুলো থেকে সহজেই এই স্থাপনাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব। তাই তারা এধরণের স্পর্শকাতর স্থাপনার ছবি এবং ভিডিও প্রকাশ করাকে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। তবে অনান্য স্থাপনার জন্য গুগলকে কোন আপত্তি জানানো হয়নি। গুগল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ছবি এবং ভিডিও সরিয়ে নিয়েছে।

Exit mobile version