Site icon সমকাল দর্পণ

নতুন দিন

মিথ্যা বলিনি আমি-
যা দেখি মনে হয় সবই পাগলামী।
ক্ষমতার জন্য মানুষত্ব বিকায়,
টাকাৱ লোভে সততা উঠে সিকায়,
প্রেমের জন্য মিথ্যা বলা-
নেশায় বৃথা চেষ্টা মেটাবার জ্বালা,
সবকিছুই দেখছি এ অধম আমি।

এর নেই কোন সমাধান-
মানুষে মানুষে শুধু বেড়েই চলেছে ব্যবধান।
ধনী-গরীব, সুখি-দুখি, ভাল কিংবা মন্দ,
বাড়ছে হিংসা, দ্বেষ, নোংরামী আর দ্বন্দ্ব।
মোরা সৃষ্টির সেরা জীব যেমন-
হিংস্রতার দিক থেকেও তেমন,
মানুষ মানুষকে করছে খুন, হইনাকো সমান।

আসছে নতুন দিন-
মানবিক সব গুন হারিয়ে হবে মানুষ মানুষত্বহীন।
অন্যায়, অনাচার আর অত্যাচারে,
ভাবলেশহীন মানুষ তখন আকাশ ছুয়ে ধন্য,
মানব সমাজ ধ্বংস হবে এই মানবেরই জন্য,
হইতো আমি দেখবো না থাকবো না সেদিন।।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
(২৪ বৈশাখ ১৪১৩/মিরপুর, ঢাকা)

Exit mobile version