Site icon সমকাল দর্পণ

সাটা বা আইডিই ড্রাইভকে ইউএসবি হিসাবে ব্যবহার করা

অনেক সময় মিনি ল্যাপটপে বা কম্পিউটারে সিডি/ডিভিডি বা হার্ডডিক্সে লাগানোর প্রয়োজন হয়। সেৰেত্রে কম্পিউটারে ক্যাসিং খুলে লাগানো যায় কিন্তু মিনি ল্যাপটপে ইউএসবি ছাড়া সাটা বা আইডিই সিডি/ডিভিডি বা হার্ডডিক্স লাগানোর কোন ব্যাবস্থা নেই। এমতবস্থায় বিকল্প কোন উপায়ে যদি সাটা বা আইডিই সিডি/ডিভিডি বা হার্ডডিক্সকে ইউএসবি হিসাবে ব্যাবহার করতে পারলে কেমন হয়!
এমনই একটি টুলসের নাম আর-ড্রাইভার। ৩০০-৪০০ টাকা মূল্যের এই টুলসের মধ্যে রয়েছে ইউএসবি কনভার্টার, পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার ক্যাবল, পাটা ২ সাটা পাওয়ার কনভার্টার, সাটা ক্যাবল।
এখন ইউএসবি কনভার্টার এর এক প্রান্তে হার্ডডিক্স বা অপটিক্যাল ড্রাইভ লাগিয়ে অন্য প্রান্তের ইউএসবি কম্পিউটারে লাগান এবং হার্ডডিক্স বা অপটিক্যাল ড্রাইভে পাওয়ার দিয়ে ইউএসবি হিসাবে ব্যাবহার করতে পারেন।
R-Driver

Exit mobile version