Site icon সমকাল দর্পণ

তিতিক্ষু

আমারে তুমি ভালবাসো জেনেই তোমায় ডাকি,
এ জনমে আমি (তোমায়) দিলেম শুধু ফাকি;
মিছামিছি খেলার ছলে
আপনারে ডুবাই জলে
আপনারে ভালবেসে হলেম আজি পাতকী,
আর জেননা আমি কভু তোমায় ভুলে থাকি।

এ জগতের মিথ্যা মোহে তোমারে গেলুম ভুলে,
তবুও তুমি এ অধমরে দাওনি হেলায় ফেলে;
যাদের জন্য এই জীবনে
চাইনি ফিরে তোমার পানে
আজি সেই স্বজনরাই দিলো মোরে দুরে ঠেলে,
তাইতো আমার ভাঙ্গলো ভুল ডাকি তোমা সব ভুলে।

ক্ষমা কর প্রভু মোরে করো না কো অভিমান,
তোমা এ দাস ভুল করেছে, চেয়োনা তার প্রতিদান;
এই অধমরে করো ক্ষমা
ক্ষমাবান জানি তোমা
যদি চাও দিতে পারি জান কোরবান,
ক্ষমা করো দয়াময় – করো মোরে কৃপাদান ॥

(২৭ আশ্বিন ১৪০৮/কালিশংকর পুর)

Exit mobile version