গুগল প্লাসে পেজ তৈরী করা

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক সাইট গুগল+ সম্প্রতি ফেসবুকের মত পেজ তৈরীর সুবিধা দিয়েছে। খুব সহজেই একটি পেজ তৈরী করা যায়।
ধাপ১) প্রথমে গুগল প্লাসে লগইন করে https://plus.google.com/u/0/pages/create সাইটে যান অথবা গুগল প্লাসের ডানে Create a Google+ page লিংকে ক্লিক করুন।

ধাপ২) এবার Pick a category এর একটি ক্যাটাগরী নির্বাচন করে তথ্যগুলো পূরণ করে CREATE বাটনে ক্লিক করুন।
ধাপ৩) এরপরে Tagline এবং Profile photo যুক্ত করে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ৪) এখন Finish>> বাটনে ক্লিক করলেই হলো।

যদি কোন কারনে কোন পেজ মুছে ফেলতে চান তাহলে মূল প্রোফাইলের (https://plus.google.com) নামের পাশে ড্রপডাউনে ক্লিক করে Manage your pages এ ক্লিক করুন। এবার উক্ত পেজের Delete লিংকে করে পপআপ উইন্ডো থেকে Yes বাটনে ক্লিক করুন তাহলে পেজটি মুছে যাবে।

২ Comments on "গুগল প্লাসে পেজ তৈরী করা"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস